আর ছয়েই ইপিএল মোরিনহোর

9
VIEWS
Jose Mourinho

স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগ ট্রফি ফেরাতে আরও এক ধাপ এগোলেন হোসে মোরিনহো। রবিবার আর্সেনালের সঙ্গে ০-০ ড্র করল চেলসি। আর মাত্র ছয় পয়েন্ট পেলেই ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ আবার পাবেন প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ।

রবিবারের ধুন্ধুমার লন্ডন ডার্বিতে দলের তারকা ফরোয়ার্ডদের নিয়ে দল গ়ড়েছিলেন দুই শিবির। এক দিকে ছিল চেলসির হ্যাজার্ড। আর এক দিকে আর্সেনালের সাঞ্চেজ। তাতেও গোটা ম্যাচে শুধু রক্ষণাত্মক ফুটবলই দেখা গেল। প্রথমার্ধে দুই দল কিছু সুযোগ তৈরি করলেও বিরতির পরও মাঠের ছবি পাল্টায়নি। যদিও ড্র করে দুই দলের পয়েন্ট পার্থক্য দাঁড়াল দশ। শীর্ষে এখনও চেলসি। পরের দু’ম্যাচ জিতে আগামী রবিবারের মধ্যেই হয়তো নিজের কেরিয়ারের তৃতীয় প্রিমিয়ার লিগ ক্যাবিনেটে তুলে নিতে পারবেন মোরিনহো। এ দিন ম্যাচের পর যিনি বলেন, ‘‘ফুটবলারদের পারফরম্যান্সে খুশি। আর্সেনালের ঘরের মাঠে এক পয়েন্ট খারাপ কিছু নয়।’’ পাশাপাশি আবার এভার্টনের ঘরের মাঠে ফের হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।  প্রিমিয়ার লিগে এভার্টনের বিরুদ্ধে ০-৩ হারল লুই ফান গলের দল। প্রথমার্ধের শুরুতেই  গোল করেন জেমস ম্যাককার্থি। রুনি, মাতা, ব্লিন্ড নিয়ে প্রথম দল গড়েও সমতা ফেরাতে পারেনি ফান গলের দল। বরং জন স্টোনসের গোলে ব্যবধান বাড়ায় এভার্টন। অঘটন এখানেই শেষ নয়। ম্যাচের শেষের দিকে কেভিন মিরালাসের গোলে ৩-০ জয় নিশ্চিত করে এভার্টন। বিরতির পরে ফালকাওকে নামিয়েও এভার্টনের দাপট রুখতে পারেননি ডাচ কোচ।

এ দিকে সপ্তাহ দেড়েক পরই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নামার আগেই ধাক্কা খেল জুভেন্তাস। সেরি এ-তে রবিবার তারা ১-২ হারল তোরিনোর কাছে। দু’দশকে লিগ ডার্বিতে প্রথম হার জুভেন্তাসের। যার জেরে তোরিনো এ দিন জুভেন্তাসের টানা চার বার সেরি এ চ্যাম্পিয়ন হওয়াও পিছিয়ে দিল। ম্যাচের আগে আবার এ দিন স্টেডিয়ামে ঢোকার মুখেই তোরিনো সমর্থকরা জুভেন্তাসের টিম বাস আক্রমণ করায় অশান্তি শুরু হয়। পাল্টা আক্রমণে জুভেন্তাস সমর্থকরা স্টেডিয়ামে তোরিনো সমর্থকদের দিকে আতসবাজি ছুড়লে অনেকে আহত হন।

ঠিক উল্টো পরিস্থিতিতে আবার বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে নামার আগে শনিবার সোয়াইনস্টাইগারের গোলে হার্থা বার্লিনকে ১-০ হারিয়েছিল বায়ার্ন। যার সৌজন্যে টানা তৃতীয় বুন্দেশলিগা জয়ের দিকে আরও এগিয়ে গিয়েছিল গুয়ার্দিওলার টিম। রবিবার পয়েন্ট টেবলে দু’নম্বরে থাকা উল্ফসবার্গ হারতেই বায়ার্নের খেতাব জয় নিশ্চিত হয়ে যায়। যা বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল মহাযুদ্ধের আগে তাতাবে মুলারদের।

সৌজন্যে আনন্দবাজার পত্রিকা

Next Post

Discussion about this post

নিউজ আর্কাইভ

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.