অনলাইন ডেস্ক
অক্সি-মরফোন তীব্র ব্যথানাশক একটি ওষুধ। যা ক্যানসার, হার্টসহ দুরারোগ্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে ইউফোরিক এই ড্রাগ ‘ক’ শ্রেণির মাদক হিসেবেও অন্তর্ভুক্ত। যে কারণে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যায় না। তবে সম্প্রতি অক্সি-মরফোন ভয়ংকর মাদক হিসেবে ছড়িয়ে পড়ার তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি পুলিশ বলছে, মাদকসেবীরা অক্সি-মরফোন গুঁড়ো করে যেকোনো সিরাপ বা পানীয়ের সঙ্গে মিশিয়ে খেয়ে নেশাগ্রস্ত হচ্ছেন। যুব সমাজ, বিশেষ করে কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের মধ্যে এর ব্যাপক ব্যবহার গোয়েন্দাদের নজরে এসেছে।
Discussion about this post