বাসর রাত পেরিয়ে সকালের সূর্য উদিতো হয়েছে।আমি এখনো প্রিয়তমাকে জড়িয়ে ধরে ঘুমুচ্ছি।জানালার ফাক দিয়ে একগুচ্ছ সূর্যরশ্মি এসে আমাদের মুখে পড়লো।আমি হাত দিয়ে রশ্মিগুলোকে ঠেকানোর চেষ্টা করছি যাতে প্রিয়ার মুখে না পরে।
আরে ভাই সূর্য আমরা নতুন বিবাহিত তুই আমাদের ঘরে কেন এসেছিস? বৃদ্ধদের ঘরে যা না যারা জীবন সংসারটাকে বড়োই তেতো মনে করে তাদের ঘরে যা।
সূর্যঃ আরে মনির তুই সংবিধানের ২৭ অনুচ্ছেদে পড়িস নি আইন সবার জন্য সমান?আমি নবীন বৃদ্ধ সবার ঘরে একসাথেই যাই আমিও সবার জন্য সমান।
আমিঃ আরে এখানে আইন কোথা থেকে আসলো?
সূর্যঃ তুই আইনের ছাত্র তাই আইনের ভাষাতেই বুঝাচ্ছি।
আমিঃ আচ্ছা আইন সবার জন্য সমান কিন্তু আইনে যে কিছু ব্যতিক্রম দেওয়া আছে ওই গুলো তুই দেখিসনি?
দন্ডবিধিতে ৭৬-১০৬ ধারায় যে অপরাধ করলেও তা অপরাধ হবে না তা দেখসনি?
১০০ ধারায় যে ৬ টা ক্ষেত্রে আর ১০৩ ধারায় যে ৪ টা ক্ষেত্রে মানুষ মেরে ফেললেও তা অপরাধ হবে না তা তুই পড়িস নি?
সূর্যঃ ঐগুলা তো আইনের ব্যাতিক্রম।তুই তো ব্যাতিক্রমের মধ্যে পড়িসনা।
আমিঃ আরে অসুস্থতার জন্য, কারাবাসের জন্য,দরিদ্রতার জন্য, সরল বিশ্বাসে ভুলের জন্য যদি আদালত তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফ করতে পারে। নতুন দাম্পত্তির জন্য কি তুই সকাল সকাল ঘরে আসা বন্ধ করতে পারবি না?
সূর্যঃ ঠিক আছে, ঠিক আছে। যেহেতু ঘরে ঢুকেই পরেছি এখন প্রতিকার দিবো কিভাবে?
আমিঃ সুনির্দিষ্ট প্রতিকার চাই।
সূর্যঃ কিভাবে?
আমিঃ কিভাবে আর? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় যেভাবে বলা আছে।
প্রথমতোঃ- কোনো সম্পত্তির দখল অর্পনের মাধ্যমে। যেমন প্রিয়তমা আমার সম্পত্তি, তার উপর তোর আলোকরশ্মিগুলো দখল নিয়েছিল,এখন আলোগুলো সরিয়ে নিয়ে আমায় দখল দে।
দ্বিতীয়তোঃ- যা করার ব্যাপারে কেও আইনগত বাধ্য তাকে সেই কাজ করানো।তুই সকাল সকাল বৃদ্ধদের ঘরে যেতে বাধ্য কেননা সেই রাত ২-৩ টা থেকে তারা তোর অপেক্ষায় থাকে।সুতরাং তাদের ঘরে যা।
তৃতীয়তোঃ- যা না করার ব্যাপারে কেও আইনগত বাধ্য তাকে সেই কাজ থেকে বিরতো রাখা।যেহেতু নতুন দম্পতিদের ঘরে এতো সকালে আসা উচিৎ না তাই আর কোনদিন এতো সকালে আসবি না।
চতুর্থতোঃ- যেহেতু ক্ষতি করেই ফেলেছিস,ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন নাই তবে তুই একটু আড়ালে যা পৃথিবীটা অন্ধকার হোক আর আমার অধিকারটা আদায় করি।
পঞ্চমতোঃ- তোর যদি মনে হয় মামলা এখানেই শেষ না।এরপরও বলি এখন যা আমার প্রিয়ার রিসিভার হিসেবে আমিই দ্বায়িত্ব নিলাম।
সূর্যঃ আচ্ছা মনির যারা নিজের অধিকারের ব্যাপারে সচেতন না আইন কি তাদের সাহায্য করবে?
আমিঃ অবশ্যই না।
সূর্যঃ তুইওতো তোর অধিকারের ব্যাপারে সচেতন না।জানালাটা বন্ধ রাখলেকি আমি তোর ঘরে ঢুকতাম?
আমিঃ ঠিক আছে বন্ধ করে দিচ্ছি।
Discussion about this post