Home » দেশ জুড়ে » আইন, বিচার ও সংসদ সচিব নরেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

আইন, বিচার ও সংসদ সচিব নরেন সস্ত্রীক করোনায় আক্রান্ত

0

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।

৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।

আজ রবিবার (১২ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেজিসলেটিভ সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

Bookmark(0)

Check Also

ওসি প্রদীপ কুমার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার প্রত্যাহারকৃত …