বিডিলনিউজঃ
ইসলামী শরীয়াহ মোতাবেক একটি মেয়ের বিয়ের কাবিন নির্ধারিত হয় তার নিজের কিছু যোগ্যতার ভিত্তিতে। এর পাশাপাশি তার মা, বোন, ফুপুর দেনমোহরানা কত ছিল সেটাও বিবেচনা করা হয়। আপনাদের বিয়ের ক্ষেত্রে এগুলো ভাবা হয়েছিল কি না জানি না। যে যত বড় আশ্বাসই দিক দেনমোহরানা পরিশোধ করতেই হয়। এটা বিয়ের সঙ্গে সঙ্গেই বা আগে-পরে। এখানে তালাক দেওয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। তারা কেন ৩০ লাখ টাকা দাবি করছে বোঝলাম না। যা হোক আপনার ভয় পাওয়ার কারণ নেই, তারা যদি দেনমোহরানার মামলা করে সেটা হবে সিভিল মামলা। তারা পারিবারিক আদালতে মামলা করতে পারে। বিজ্ঞ আদালত সব বিচার করেই রায় দেবেন। আর অন্য কোনো মামলা দিলেও তালাক দেওয়ার পর এবং সেটা কার্যকর হওয়ার পর কতটুকু চলবে সেটা ভাবার বিষয়। হয়রানির উদ্দেশ্যে করলে করতে পারে। আপনাদের যেহেতু পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাই প্রথমেই মেয়ের ও তার পরিবার সম্পর্কে আরো সতর্কতার সঙ্গে বাছ বিচার করার প্রয়োজন ও সুযোগ ছিল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা ন্যায্য পাওনা সেটাই আপনাকে পরিশোধ করতে হবে।
Discussion about this post