বগুড়া জেলা প্রতিনিধিঃ– মোঃ চাঁন মিয়া মন্ডল এলএল, বি
বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জেলা বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম রুবাইয়া ইয়াসমিন মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র অভিযুক্ত আসামী পলাতক ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন, বগুড়া সদর উপজেলার মধ্য পালসা গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে মোঃ রতন মিয়া (৫২)। ২০১২ সালে জামিন নেয়ার পর থেকে আসামী রতন পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ১০ বছর পূর্বে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রতন গাজী পালশার আজাহার আলীর মেয়ে শাকিলা খাতুনকে বিবাহ করে। বিয়ের পর থেকে তাদের বনিবনা না হওয়ায় পুনরায় ২১ জুন ২০০২ তারিখে নতুন করে কাবিননামা করে ঘরে তুলে নেয় রতন। তাঁদের সংসারে একটি সন্তান হয়। কারণে স্বামী স্ত্রীর মধ্যে অকারনে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এক পর্যায়ে রতন তার স্ত্রী শাকিলাকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা মোতাবেক কদমতলী বাজারে কবিরাজ দেখানোর মিথ্যা প্রলোভন দিয়ে ঘটনার তারিখ ২১ জুন ২০০২ তারিখ সকালে গোদারপাড়া পশ্চিম মাঠে নিয়ে বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাতে নিহত শাকিলার ভাই বাদী হয়ে রতনসহ আরো তিনজনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ আসামীকে গ্রেফতার করে ২৮ অক্টোবর ২০০৩ তারিখে চার্জশীট দাখিল করে। ২০১৩ সালের ১২ জানুয়ারী আসামী রতন বিজ্ঞ আদালত থেকে জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
Discussion about this post