একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী ও দলের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল দুটি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। দণ্ড থেকে খালাস চেয়ে এসব আপিল করেছেন তারা।
নিজামীর আপিল শুনানির জন্য কার্যতালিকার ১০ নম্বরে ও মীর কাশেমের আপিলটি কার্যতালিকার ৩ নম্বরে এসেছে।
সোমবার বিকেলে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিষয়টি দেখা গেছে।
জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, সরকার পক্ষ এখনো মীর কাসেমের মামলায় আপিলের সার সংক্ষেপ জমা দেয়নি। আগামীকাল সরকার পক্ষ সার সংক্ষেপ জমা দেবে। মতিউর রহমান নিজামীর মামলা আপিলের শুনানির জন্য তালিকায় এসেছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য এ মামলার আপিল আবেদনগুলো রাখা হয়েছে।
চারদলীয় জোট সরকারের আমলের শিল্পমন্ত্রী নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ১৬টি মানবতাবিরোধী অভিযোগের আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে চারটিতে গত বছরের ২৯ অক্টোবর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এরপর ২৩ নভেম্বর ওই দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে তার খালাসের জন্য।
অন্যদিকে গত ২ নভেম্বর মীর কাসেম আলীকে দুই অভিযোগে মৃত্যুদণ্ডদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। জামায়াতের অর্থের যোগানাদাতা হিসেবে পরিচিত কাসেমের বিরুদ্ধে ১৪টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন। মীর কাসেম আলী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি।
Discussion about this post