ডেস্ক রিপোর্ট
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শওকাতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামি অসুস্থ ও বয়স্ক বলে তার পক্ষ থেকে জামিন আবেদন করা হয়েছিল। পরে তার আবেদন শর্ত দিয়ে মঞ্জুর করেন আদালত। জামিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শর্তগুলো হলো-
১। অসুস্থতার চিকিৎসা দিলেও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা যাবে না ।
২। ঢাকায় নিকটাত্মীয়ের বাসায় থাকতে হবে এবং নিয়মিত ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে।
এছাড়াও আমরা রাষ্ট্রপক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছি। এখন অভিযোগ গঠনের (ফরমাল চার্জ) বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হলে প্রসিকিউশনের তিন মাস সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানির দিন পিছিয়ে আগামী ২ এপ্রিল পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। ওইদিন মামলায় অভিযোগ গঠনের (ফরমাল চার্জ) বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।’
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর মো. মুখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শওকাতুল ইসলাম ওরফে পাতলা ডাক্তারের বিরুদ্ধে ২০২২ সালের ২৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওইদিন ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক এম সানাউল হক এ কথা জানান। এটি তদন্ত সংস্থার ৮৬তম প্রতিবেদন।
Discussion about this post