ডেস্ক রিপোর্ট:
গত ১৪ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৮:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৭,৮৫,০০০/- (সতের লক্ষ পঁচাশি হাজার) টাকা মূল্যের ৫৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। হেনরি বিশ্বাশ (৪৩) ও ২। মোঃ মাহবুব (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০৪টি মোবাইল ফোন ও নগদ- ৯০০/- (নয়শত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন আহমেদ (২২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Discussion about this post