
সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে পটুয়াখালী শহর সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুজ্জামান র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বিসিক শিল্পনগরী এলাকায় তরিকুলকে খুঁজতে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তরিকুল। এ সময় র্যাবের পাল্টা গুলিতে তরিকুল নিহত হন।
ঘটনাস্থল থেকে ৬শ’ বোতল ফেনসিডিল, ২৪ রাউন্ড গুলি ও ৪টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
Discussion about this post