বিডিলনিউজঃ সাতক্ষীরা সদরের সহিংসতাকবলিত আগরদাঁড়ি এলাকায় যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলির মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার শিকড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ইসলামকে বিএনপির সদস্য বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম।
সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, সকালে যৌথবাহিনীর সদস্যরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নে অভিযানে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরে শিকড়ি এলাকায় স্থানীয় বিএনপি জামায়াত-কর্মীরা তাদের ওপর হামলা করে। তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে যৌথবাহিনীর সদস্যরা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন আনারুল ইসলাম। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পরিমল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post