ডেস্ক রিপোর্ট
রাজধানীর ধানমন্ডিতে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাসার নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা মামলায় আরেক নিরাপত্তাকর্মী নুর হালিম মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

২০০১ সালে রাজধানীর ধানমন্ডিতে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাসার নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Responses