জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সরকারি দলিল জালিয়াতি করে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দাবি করায় তদন্ত কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী এ জে মোহাম্মদ আলী।বুধবার (১০ জানুয়ারি) দুপুরে আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন কালে এ আবেদন করেন তিনি।
যাদের নামে আইনগত ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন তারা হলেন, অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ, মামলার সাক্ষী মাজেদ আলী, সৈয়দ জগলুল পাশা, তৌহিদুর রহমান খান, মোস্তফা কামাল মজুমদার ও আব্দুল বারেক ভূইয়া।
আবেদনে বলা হয়েছে, ফোজদারি কার্যবিধি ৪৭৬ ও ১৯৫ (১) (বি) (সি) ধারার বিধানমতে নিম্ন বর্ণিত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ ও ১০৯ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
আর আগে বেগম জিয়া কোর্টে দেরিতে আসায় সমালোচনার মুখে পড়েন ।
Discussion about this post