পটুয়াখালী প্রতিনিধি: অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে চারজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ড্রেজার মালিক উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের খোকন হোসেন এবং অপর ড্রেজারের শ্রমিক গলাচিপার বাসিন্দা মোশারেফ হোসেন, সবুজ ইসলাম ও রাকিব। এদের মধ্যে এক ড্রেজার মালিক খোকনকে এক লাখ এবং একইভাবে অপর ড্রেজারের তিন শ্রমিককেও এক লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, রবিবার উপজেলার বাহেরচর খালে খোকন হোসেনের মালিকানাধীন ড্রেজার ও কাজিরহাওলা খালে সালাউদ্দিন মল্লিকের মালিকানাধীন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার বলেন, ‘চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫০ পিস পাইপও নষ্ট করে দেয়া হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে না এমন শর্তে ড্রেজার মালিক খোকন, সালাউদ্দিনসহ শ্রমিকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।




Discussion about this post