আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ২০ জন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, কুচকাওয়াজের সময় প্যারেড মাঠের পাশে একটি পার্ক থেকে সামরিক বাহিনীর পোশাক পরে গুলি ছোঁড়ে হামলাকারীরা। প্রায় ১০ মিনিট ধরে তারা গুলি অব্যাহতভাবে গুলি ছুঁড়তে থাকে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আহত সেনা সদস্যদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।হামলার পেছনে ইসলামিক জঙ্গিদের দায়ী করা হচ্ছে।
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ উদযাপনে ওই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল। জীবনযাত্রার মান কমে যাওয়ায় সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল থাকা শহরগুলোর একটি এই আহভাজ।




Discussion about this post