কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-১ আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য (এমপি) ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার কুষ্টিয়া জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই আদেশ দেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। ওই মামলায় আজ তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, নভেম্বর মাসে দৌলতপুর থানায় রেজা আহমেদ বাচ্চু মোল্লার নামে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সে মামলা তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান।
কুষ্টিয়া জজ আদালত থেকে স্থায়ী জামিন নেয়ার জন্য বাচ্চু মোল্লা আদালতে হাজির হলে আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Discussion about this post