আন্তর্জাতিক ডেস্ক:
এবার পাকিস্তানের হামলা বা কোনো জঙ্গি হামলায় নয়, সহকর্মীর গুলিতে ৩ ভারতীয় সিআরপিএফ সেনা নিহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও স্ক্রলের।
বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে কাশ্মীরের উধামপুরে ১৮৭ নম্বর সেনা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
সম্প্রতি, কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় ৪৯ সিআরপিএফ সেনা নিহতের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা ভারত। এতে নড়েচড়ে বসে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই আবারও ধাক্কা খেল সিআরপিএফ।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে কাশ্মীরের উধামপুরে ১৮৭ নম্বর সেনা ক্যাম্পে। বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ক্যাম্পে নিজেদের মধ্যে বিবাদের জেরে অজিত কুমার নামে এক সিআরপিএফ সদস্য গুলি করে ৩ সহকর্মীকে হত্যা করে। তবে, সহকর্মীদের হত্যা করার পর নিজেকেও গুলি করে অজিত কুমার। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।




Discussion about this post