নিজস্ব প্রতিবেদক: কাস্টমস কর্মকর্তার ছদ্মবেশে কোটি টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই চক্রটি রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।




Discussion about this post