আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে এখনো শপথ নেননি নরেন্দ্র মোদি৷ গঠিত হয়নি নয়া মন্ত্রিসভা৷ কিন্তু তার আগেই ভাবী সরকারের চিন্তা বাড়তে শুরু করেছে গোরক্ষকরা৷ ২০১৪ সালের পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, এবারে সেই একই অভিযোগ আবারো মাথাচাড়া দিতে শুরু করেছে।
এবার গরুর মাংস বহনের অভিযোগে ভারতে এক নারীসহ তিন মুসলিমকে বেধড়ক মারধর করছে একদল গোরক্ষক। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩৫০ কিলোমিটার দূরে সিউনি এলাকায়। ঘটনার সময় ঐ মুসলিমদেরকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হয়।
পুলিশ জানায়, গত ২২মে একটি সিএনজি করে ঐ তিন মুসলিম গরুর মাংস নিয়ে যাওয়ার পথে গোরক্ষকদের একটি দল তাদের পথ আটকায়। তারা পুলিশে খবর দেওয়ার পরিবর্তে নিজেরাই আইন হাতে তুলে নেয়। এতে আটক মুসলিমদের প্রত্যেকের ওপর নেমে আসে নির্মম নির্যাতন।
চারদিন আগের ঘটনা হলেও শুক্রবার রাতে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর চারদিকে শোরগোল পড়ে যায়। ঐ ভিডিওটিতে দেখা যায়, দুই মুসলিম যুবককে একটি গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তাদেরই একজনের স্ত্রীকে জুতা দিয়ে মাথায় অনবরত আঘাত করা হচ্ছে। আর চোখে দেখলেও এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেনি এলাকার কোনো পথচারী।
ভিডিওটিতে গোরক্ষদের ‘জয় শ্রী রাম’ বলে স্লোগানও দিতে দেখা যায়, ঐ মুসলিমদের বলাতে বাধ্য করা হয়। এ ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। আটক চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে। দ্রুতই তাদের আদালতে তোলা হবে।
জানা গেছে, শুভম সিং নামে অভিযুক্তদের একজন নিজেকে ‘রাম সেনা’ সদস্য বলে দাবি করেছেন এবং গত ২৩ মে তার ফেসবুকে ভিডিওটি আপলোড করেন। যদিও ফেসবুক থেকে পরে ভিডিও সরিয়ে ফেলা হয়।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তে আতঙ্কে নড়চড়ে বসেছেন নেটিজেনরা।
ঘটনার নিন্দা করেছেন এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়েইসি। এই বিষয়ে সদ্য নির্বাচিত বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। ঘটনার নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ২০১৪-তে বিজেপি সরকার দিল্লির মসনদে বসার পর বারবার এই ধরনের ঘটনা সামনে এসেছে। বিশেষ করে গোবলয়ে সংখ্যালঘুদের উপর গোরক্ষকদের তাণ্ডব মাথাব্যথার কারণ হয়ে ওঠে গেরুয়া শিবিরের। সামনে এসেছে দাদরির মতো ঘটনা। একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয়ে মুখ খোলেন। এবারও সেই একই ছবি দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, এবার কি গোরক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারবে বিজেপি সরকার?




Discussion about this post