কুষ্টিয়া প্রতিনিধি: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে গ্রেফতারের পর এবার কুষ্টিয়ায় চাঁদা চাওয়ার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মিজানুর রহমান মিজু, আশরাফুজ্জামান সুজন, ছাত্রলীগের সাবেক নেতা বিকাশ ও তুহিনসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেছেন আল আমিন জোর্য়াদ্দার নামের এক ব্যবসায়ী। সেই মামলায় এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অশান্ত, টেন্ডারবাজি এবং ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগও রয়েছে যুবলীগের এই দুই নেতার বিরুদ্ধে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের জানিয়েছেন, চাঁদা চাওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে ওই সব নেতাদের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ আছে বলেও সূত্র দাবি করছে।




Discussion about this post