চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৪০০ গ্রাম গান পাউডার এবং কিছু উগ্রবাদী জিহাদী বই উদ্ধার করা হয়’।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো, গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শংকর মাইদা গ্রামের রুস্তুম আলীর ছেলে আব্দুল কাদের, একই উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ও বালুচর গ্রামের মৃত কুবেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জেএমবি সংগঠনের কিছু সক্রিয় সদস্য সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ শহর এলাকায় সমবেত হবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযান টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এই ঘটনায় র্যাব সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।




Discussion about this post