চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা থেকে এই অভিযান শুরু হয়ে সকাল ৮টায় রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।
পরে তিনি গণমাধ্যমকে বলেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২/৩ জন আসামি কানসাটের শিবনারায়নপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে র্যাব সদস্যরা ওই গ্রামের ১৫/২০ টি বাড়ি ঘিরে ফেলে। সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পাওয়া যায়নি র্যাব। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।




Discussion about this post