এর আগে ‘ব্রিসবেন হিট’ এর হয়ে বিগব্যাশ মাতানো শেন ওয়াটসন এবার দল বদলালেন। ওয়াটসনের নতুন দল সিডনি ঠান্ডার্স, যেই দলে আছেন জ্যাক ক্যালিসের মতো বিশ্বমানের অলরাউন্ডার।
থান্ডার্সে যোগ দিতে পেরে উচ্ছ্বাস ঝরেছে ওয়াটসনের কন্ঠে, ‘আমি খুব রোমাঞ্চিত। থান্ডার্স খুব শক্ত একটি স্কোয়াড বানাচ্ছে। বেশ কিছু ভাল খেলোয়াড়ের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে তারা।’
Discussion about this post