ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলায় ২৮৬ বোতল ফেন্সডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে তত্তিপুর ক্যাম্পের পুলিশ। আটক দুই নারী মাদক ব্যবসায়ীর নাম তহুরা বেগম ও জোসনা খাতুন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুইতলা মল্লিকপুর বাজার থেকে ফেন্সডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটক তহুরা বেগম চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার আন্দোলপোতা গ্রামের মৃত খোকন মন্ডলের স্ত্রী ও জোসনা খাতুন একই গ্রামের মৃত ফজলু মন্ডলের মেয়ে।
তত্তিপুর ক্যাম্প আইসি এসআই ইমদাদুল হক জানান, শুক্রবার সন্ধায় মল্লিকপুর বাজার থেকে স্থানীয়রা সিএনজি থেকে ২৮৬ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে ধরে তত্তিপুর ক্যাম্পের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করি।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী জানান, তত্তিপুর ক্যাম্প আইসি এসআই ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশ তহুরা বেগম ও জোসনা খাতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে ২৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকের মামলা হয়েছে।




Discussion about this post