নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নাগরিকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।
উপজেলার হ্নীলার নাফ নদসংলগ্ন এলাকায় বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই সময় বিজিবির ৩ সদস্য আহত হয়েছেন। তারা হলেন— মফিজুর রহমান, উজ্জল হোসেন ও ইমরান হোসেন।
নিহতরা হলেন— উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের সন্তান মোহাম্মদ কামাল (২২) এবং হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)।
এই তথ্য নিশ্চিত করে বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর বলেন, বিজিবি ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে ইয়াবা কারবারিদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসা নিতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা সেখানেই মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।




Discussion about this post