নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডিআইজি মিজানুর রহমান যেহেতু ঘুষ দেয়ার কথা শিকার করেছেন তাহলে তিনি তো কোনো না কোনো অপরাধে অপরাধী। তার পার পাবার সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এবং ফেনীর নুসরাত হত্যা মামলার আসামি ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছেন। পুলিশ তার দায়িত্ব পালন করছে। ওই পুলিশ কর্মকর্তা যে কোনো সময় গ্রেফতার হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
আজ বুধবার সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আগের অভিযোগের তদন্ত চলছে। নতুন করে ঘুষ দেয়ার যে অভিযোগ উঠেছে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেনীর নুসরাত হত্যা মামলার আসামি ওসি মোয়াজ্জেম হোসেন দেশেই আছেন। পুলিশ তার দায়িত্ব পালন করছে। ওই পুলিশ কর্মকর্তা যে কোনো সময় গ্রেফতার হবেন।




Discussion about this post