আন্তর্জাতিক ডেস্ক: দেশের অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য পুরো সরকারব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির এক বা দু’জন মন্ত্রীকে না, পুরো মন্ত্রীসভাকেই বরখাস্ত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ সোমবার ভোরে প্রেসিডেন্ট ওমর আল বশির একটি বিবৃতি দেন। এতে তিনি সব মন্ত্রীকে বরখাস্ত করার ঘোষণা দেন।
তিনি একথাও বলেন, সরকারের খরচ কমাতে নতুন মন্ত্রীসভায় ৩১ জনের পরিবর্তে ২১ জন মন্ত্রী রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওমর আল বশির দেশের অর্থনৈতিক সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন একটি সরকার গঠন করবেন। যা আবারো সুদানি জনগণের মনে আশার সঞ্চার করবে। সাম্প্রতিক সময়ের দুর্ভোগ ও হতাশা দুর করার জন্য এ পদক্ষেপ জরুরি বলেও বিবৃতিতে জানান প্রেসিডেন্ট বশির।




Discussion about this post