আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পুলিশকে মদ খাইয়ে পালিয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কুখ্যাত অপরাধী। উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অভিযুক্ত ওই আসামীর নাম বদন সিং ওরফে বদ্দু। উত্তর প্রদেশে সে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে বেশ পরিচিত।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আদালত থেকে জেলে যাওয়ার সময়ে পুলিশদের বিশেষ খানা-পিনার প্রস্তাব দেয় ওই আসামী। এতে রাজি হয় পুলিশ। মদের লোভে দেশটির মীরাটের একটি হোটেলে যায় তারা। পুলিশবাহিনী মদের নেশায় বুঁদ হতেই হোটেল থেকে চম্পট দেয় বদ্দু। প্রায় তিন ঘণ্টা পর নেশার ঘোর কাটলে পুলিশ বুঝতে পারে বদন তাদের হেফাজত থেকে পালিয়েছে।
বদন সিং ১৯৯৬ সালে এক আইনজীবীকে খুনের ঘটনায় গত বছর দোষী সাব্যস্ত হয়। তার বিরুদ্ধে খুন ও ডাকাতি-সহ মোট দশটি মামলা রয়েছে।
এছাড়া ওই ৪৮ বছর বয়সী এই দুষ্কৃতীর মাথার দামও রাখা ছিল এক লাখ টাকা। গত বছর অক্টোবর মাসে ধরা পড়ে সে। এরপর একমাস মীরাট জেলে রাখার পর তাকে ফারুখাবাদের ফতেগড় সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার গাজিয়াবাদ আদালতে খুনের মামলার শুনানির জন্য পুলিশের ভ্যানে করে বদনকে ফতেগড় থেকে গাজিয়াবাদ আনা হয়।
যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশের এমন ‘কীর্তিতে’ তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেই সাথে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়েও রীতিমতো ঠাট্টা-মশকরা করছে সবাই।




Discussion about this post