ঢাবি প্রতিনিধি: প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর আগে বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দুপুর ১টা ৪ মিনিটে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে রবিবার বেলা ২টায় এ ফল প্রকাশ করা হয়। এ সময় ফল স্থগিত বা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন। মিছিলের শেষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।
প্রকাশিত ফলে দেখা গেছে, ৭১ হাজার ৫৪৯ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী।
ফল স্থগিত ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অন্য অংশের নেতাকর্মীরা।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক উম্মে হাবিবা বেনজীর বলেন, ‘ঢাবিতে প্রশ্নফাঁস এবং এর ফল প্রকাশ ও পরীক্ষা বাতিলের দাবিতে আমরা চারটি সংগঠন বিক্ষোভ করি। ভিসির কার্যালয়ের সামনে গেলে ভিসি বের হয়ে আসেন। এ সময় তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আমরা তাকে জানাই, এই ফল বাতিল না করলে আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।’
তিনি আরও বলেন, ‘আমরা উপাচার্যকে প্রশ্ন করেছিলাম তদন্ত কমিটি গঠন করা হলেও কেন ওই কমিটির প্রতিবেদন হাতে না পেয়েই ফল প্রকাশ করা হলো? তখন তিনি বলেন, তদন্ত কমিটি কাজ করছে।’ ঢাবি উপাচার্য আরোও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত যে কোনও প্রশ্নফাঁস হয়নি। বরং কিছু কুচক্রীমহল বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য অপ্রপ্রচার চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’




Discussion about this post