নিজস্ব প্রতিবেদক: নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮ নেতার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত আগাম জামিন দেয়ার সুযোগ আছে কি-না সে বিষয়টিও সুরাহা হবে।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে বিএনপির এই নেতাদের জামিন বহাল থাকবে কি-না তাও জানা যাবে আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর।
গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ, যাকে গায়েবি মামলা হিসেবে দাবি করে আসছে দলটি।
এরপর গত বছরের ৩ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনের বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্ট আগাম জামিন দেন। পরে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।




Discussion about this post