নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালে ঢাকার কেরানীগঞ্জে গুলি করে দুইজন হত্যা মামলার আসামী চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাত ১০টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপুরের শিবচর থানার ৮ নম্বর চর এলাকার মৃত অকিল শিকদারের ছেলে। তিনি কেরানীগঞ্জ থানার রহমতপুর এলাকার থাকতেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরানীগঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তার মামলা নম্বর ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪। মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় বুধবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০৪ সাল থেকে চাঁন মিয়া ওরফে চান্দু এ কারাগারে বন্দি ছিলেন।




Discussion about this post