ক্রীড়া ডেস্ক: ইরানে ফুটবল খেলা দেখতে গিয়ে মাঠে পুলিশের হাতে আটক হলেন তরুণী। আটক তরুণীর নাম জেইনাব পারস্পলিস্কা। এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে দিয়েছে ফুটবল দুনিয়ায়। পুলিশ ভ্যানের তোলার সময় নিজের একটি ছবি পোস্ট করেন ওই তরুণী। আর এই ছবি পোস্ট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
জেইনাব পারস্পলিস্কা নামের মেয়েটি আক্সিওঙ্গে নিজের আরও ছবি পোস্ট করেন স্টেডিয়ামের। যেখানে তাকে মুখ ঢাকা এবং টুপি পরে বসে থাকাতে দেখা গিয়েছে। যা দেখে তাকে নারী মনে না করাই স্বাভাবিক।
আদতে ইরানে পুরুষদের খেলা দেখা মেয়েদের জন্য নিষিদ্ধ। ফলে এমন কোন স্টেডিয়ামে ঢোকা নিষেধ যেখানে পুরুষরা খেলছে। ১৯৭৯ থেকে যা চলে আসছে। অবশ্য মহিলাদের ম্যাচ তারা দেখতে পান।




Discussion about this post