নিজস্ব প্রতিবেদক: মত প্রকাশের স্বাধীনতা না থাকার অভিযোগ করে বৈঠক বর্জন করেছেন ইসি মাহবুব তালুকদার। সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়।
বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে কমিশন সভা বর্জন করেন।
এর আগে গত ৩০ আগষ্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশন সভা চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আপত্তি জানিয়ে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
সেদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভা কক্ষে বৈঠকটি শুরু হয়। ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Discussion about this post