কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের আসার সময় শিশুসহ ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা সকলে বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
সোমবার (০৮জুলাই) রাত ৮ টায় কাশিপুর বিওপি’র বিজিবি’র সদস্যরা তাদের আটক করে ফুলবাড়ী থানায় পুলিশে নিকট সোর্পদ করেছে।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অজোয়াটারী গ্রামের জহুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০), শহিদুলের স্ত্রী আয়শা বেগম (৩০), মেয়ে শারমিন খাতুন (১২). সুমাইয়া খাতুন (৫), ছেলে আশিক মিয়া (৯), একই উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে শাহালম মিয়া (২৮), শাহালমের স্ত্রী র্মোশেদা বেগম (২০), নাগেশ্বরী উপজেলার এগারোমাথা গ্রামের আব্দুর রহমানের ছেলে এনামুল হক (৩২), এনামুলের স্ত্রী শরিফা বেগম (২৮), ছেলে মেরাজ মিয়া (৫), রংপুরের বদরগঞ্জ উপজেলার মহিদিপুর গ্রামের দীননাত রায়ের ছেলে শচীন রায় (২৮) ও ডালিম রায় (২০)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবি কোম্পানী কমান্ডার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটককৃতদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দেয়া হয়েছে।




Discussion about this post