হাইকোর্ট এলাকায় নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মাহাবুব উদ্দিন খোকনসহ ১৪ আইনজীবীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য সিএমএম বরাবর নথি প্রেরণ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি শাহবাগ থানাধীন হাইকোর্টের এনেক্স ভবনের সামনে মূল রাস্তায় আসামিরা পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ সময় তারা বিচারপতি ফরিদ উদ্দিন আহম্মেদের গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন এবং এক পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন।
এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে একটি মামলা করেন।
২০১৬ সালের ২ আগস্ট শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস বিএনপির যুগ্ম-মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বিএনপির আইনজীবী জুলফিকুর আলী হায়দার, শরীফ ইউ আহম্মেদ, লিপি আক্তার, সালাম তালুকদার, মোসলে উদ্দিন জসিম, আব্দুর রহিম, ইকবাল হোসেন, ফাহিমা নাসরিন, মোহাম্মদ আলী, আজমত হোসেন ও হুমায়ুন কবিরসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।




Discussion about this post