আন্তর্জাতিক ডেস্ক: মামলার বিচারক অসুস্থ থাকায় রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় মিয়ানমারে আটক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত করেছে মিয়ানমারের একটি আদালত।
আজ সোমবার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও তা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।
রয়টার্স সাংবাদিকদের বিরুদ্ধে আনা ব্রিটিশ ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অপরাধ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণা করা হতে পারে। গত ১২ ডিসেম্বর দুই পুলিশের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে আটক হন ৩২ বছর বয়সী ওয়া লোন ও ২৮ বছর বয়সী কিয়াও সোয়ে ও। তখন থেকেই কারাবন্দি রয়েছেন তারা।
সোমবার এই মামলার রায় ঘোষণার কথা ছিল বিচারক ইয়ে লুইনের। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য রয়টার্সের সাংবাদিকদের শুনানিতে অংশ নেয়া অপর বিচারক খিন মং মং এদিন আদালতে হাজির হয়ে বলেন, বিচারক ইয়ে লুইন অসুস্থ হওয়ায় আমি এখানে ঘোষণা করতে এসেছি যে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই রায় ঘোষণা স্থগিত থাকবে।
এই বছরের জানুয়ারি থেকে ইয়াঙ্গুনের আদালতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার শুনানি চলছে। আদালতের সাক্ষ্যে ওই দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় আটকাতে অথবা শাস্তি দিতে তাদের ফাদে ফেলে পুলিশ।
আট মাস ধরে চলা শুনানিতে ওয়া রোন ও কিয়াও সোয়ে ইন বলে আসছেন, যে দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে তারা সেদিন দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে আগে কখনও সাক্ষাৎ হয়নি তাদের। ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে ১২ ডিসেম্বর প্রথমবার দেখা করতে গেলে ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের হাতে রোল করা কিছু কাগজ ধরিয়ে দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করে চোখ বেঁধে সাদা পোশাকের পুলিশের একটি গাড়িতে তোলে।
এই বছরের এপ্রিলে পুলিশ কর্মকর্তা মোয়ে ইয়ান নাইন আদালতে দেয়া সাক্ষ্যে বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অধীনস্তদের ওই দুই সাংবাদিককে ফাদে ফেলতে গোপন নথি দেয়ার নির্দেশ দেন। তবে অন্য পুলিশ প্রত্যক্ষদর্শীরা তাদের সাক্ষ্যে বলেছেন, নিয়মিত একটি ট্রাফিক পুলিশ চেকপোস্টে ওই দুই সাংবাদিককে তল্লাশি করা হয়। যে কর্মকর্তারা তাদের তল্লাশি করেছেন তারা জানতেন না যে তারা সাংবাদিক। ওই তল্লাশির সময়ে তাদের কাছে অজ্ঞাত উৎস থেকে পাওয়া গোপন নথি পাওয়া যায়।
এদিকে, আজ জাতিসংঘের একটি তদন্ত দল রোহিঙ্গা সংকট নিয়ে তাদরে প্রতিবেদন উপস্থাপন করবে। এদিন নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমার বিষয়ে একটি সংবাদ সম্মেলনও করবে।
এ/কে




Discussion about this post