আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেটে অজ্ঞাত বন্ধুকধারীর হামলায় একই পরিবারের অন্তত ৫ জন নিহত হয়েছেন। দুই জায়গায় হামলা হলেও হামলাকারী একজন বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, শনিবার লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজের অ্যাসেনশন ও লিভিংস্টোনে হামলাগুলোর ঘটনা ঘটে। হামলার পরেই গাড়ি নিয়ে পালিয়ে যান ২১ বছর বয়সী বন্দুকধারী ডাকোটা থেরিয়ট। কর্মকর্তারা জানান, প্রথমেই লিভিংস্টোনের প্যারিসে তিনজনকে গুলি করে সেই বন্দুকধারী।
নিহতরা হামলাকারীর স্বজন না হলেও পূর্ব পরিচিত বলে ধারণা করছে পুলিশের। হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে স্টেট পুলিশ।




Discussion about this post