নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার, ফার্মগেট ও রেললাইন বস্তি এবং শেরেবাংলা নগর থানাধীন কলেজ গেট, শিশু মেলা ও শ্যামলীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, ব্লেড, ছুরি, স্ক্রু-ড্রাইভার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
এ সময় তার সঙ্গে ছিলেন র্যাব-২ এর পুলিশ সুপার মো. শাহাব উদ্দীন, সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সবাই মাদকাসক্ত।
দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে তারা। সাধারণ জনগণের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত তারা।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা একটি মোবাইল ছিনতাই করে দিতে পারলে বিনিময়ে পায় তিন থেকে পাঁচটি ইয়াবা।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে কিশোর গ্যাংয়ের ২৯ সদস্যের প্রত্যেককে ৬ মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ করেন। এছাড়া তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে র্যাব কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই করে দ্রুত আবারও অভিযানে নামবে র্যাব-২।




Discussion about this post