নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটি টাকার বেশি মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দু’জনকে আটক করা হয়েছে।




Discussion about this post