লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ বোতল ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী এলাকার হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (২৮) ও কালীগঞ্জ উপজেলার গোপালরায় এলাকার আজিজার রহমানের ছেলে ও ছাত্রলীগ কর্মী সুজন মিয়া (২৬)।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার এসআই বাদল কুমার মন্ডল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালখোওয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন ও সুজনকে মোটর সাইকেলসহ আটক করা হলে তাদের শরীর তল্লাশি চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




Discussion about this post