নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়া মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার শহীদুল আলমের পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শহিদুলকে কারাগারে (ডিভিশন) প্রথম শ্রেণির মর্যাদা দেয়া আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) বিচারক সাইফুজ্জামান হিরু এ আবদেন মঞ্জুর করেন।
শহিদুলের অন্য আইনজীবী জায়েদুর রহমান এসব তথ্য জানান।
গত ১৩ আগস্ট রিমান্ড শেষে শহিদুল আলমকে কারাগারে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ফাহদ বিন আমিন চৌধুরী।
প্রসঙ্গত, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। ওই ঘটনায় রমনা থানার তথ্য প্রযুক্তি আইনে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।




Discussion about this post