চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগে করা হত্যা মামলায় জামিন পেয়েছেন চার চিকিৎসক।
আজ সোমবার সকালে অভিযুক্ত চার চিকিৎসক চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।
অভিযুক্ত চিকিৎসকরা হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব এবং ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ চার চিকিৎসকের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গলার ব্যথাজনিত কারণে ভর্তি হওয়ার পর গত ২৯ মে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় দুই বছর চার মাস বয়সী শিশু রাইফা। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে অভিযোগে তোলপাড় সৃষ্টি হলে ঘটনা তদন্তে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটির প্রতিবেদনে শিশু রাইফার মৃত্যুর জন্য চিকিৎসা অবহেলা ও চিকিৎসকদের কর্তব্যে অবহেলাকে দায়ী করা হয়।




Discussion about this post