সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ থেকে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দুজন হলো, পীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজিম উদ্দিন নাজির (৪৪) ও আকাশমল্লিক গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে আব্দুল কবির (৪৫)। এছাড়া র্যাবের উপস্থিতি টের মেয়ে ইব্রাহিম আলী বংগু (৪৫) নামের আরেকজন পালিয়ে যায়। সে বড়পাথর লেঞ্জের গ্রামের মৃত সরফান আলীর ছেলে।
শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পীরনগর গ্রাম থেকে তাদের আটক করে।
তাদেরকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। তাদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।




Discussion about this post