নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৭৫ লাখ টাকার জালনোট পাওয়া গেছে। এছাড়া ৬১ হাজার ইয়াবাসহ ছয়জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ বিভিন্ন অপরাধে মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আটজন ছিনতাইকারীও ধরা পড়েছেন এই অভিযানে। তাদের কাছে ১২টি ছিনতাইকৃত মোবাইল সেটও পাওয়া গেছে।



Discussion about this post