নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেহের আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মেহের আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলীর ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় তাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মেহের আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।




Discussion about this post