নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জেএমবি’র আঞ্চিলক কমান্ডারসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি দল। এ সময় সাতটি উগ্রবাদী বই ও তিনটি লিফলেট জব্দ করা হয়।
শনিবার দিনগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের একটি পরিত্যক্ত পাঠাগারে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আজ রবিবার সকাল সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫ এর নাটোর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন।
তিনি জানান, সকাল ১১টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।




Discussion about this post