নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে উপলক্ষ করে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট এবং জোট গঠনের চেষ্টা চলছে। এটা গণতন্ত্রের স্বাভাবিক পরিস্থিতি। তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
আজ রবিবার বেলা পৌনে ১২ টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, এরকম ধারা চলতেই পারে, এটি রাজনীতিরই অংশ। তবে, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এমন ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট এবং জোট কতটা টেকসই হয় সেটাই দেখার বিষয়।
ওবায়দুল কাদের বলেন, দেখা যাবে এই সমস্ত যে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট এবং জোটের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণের জন্য দৌড়ে আসে। আমি মনে করছি তাদের অনেকেই প্রার্থী হবে। এ কারণেই আন্দোলনের যে চিত্র সেটা নির্বাচনের চিত্র হবে না। দৃশ্যপট পালটে যাবে। এ কারণেই বলছি, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য এমন কোন আন্দোলন হবে না।




Discussion about this post