রাজশাহী প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুর উপজেলা যুবদল সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয় (৩৭), সাধারণ সম্পাদক আরমান কবির সুজন (৩৮), পৌর যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) ও বিএনপি নেতা জেমস (৪০)।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌর সদর মৎস্য অফিসের পাশ থেকে তাদেরকে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোত্তালেব বলেন, গ্রেপ্তাররা সরকারবিরোধী নাশকতা পরিকল্পনা করছিল- এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার অপরাধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তবে গ্রেপ্তারদের অভিভাবকরা জানান, দুর্গাপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন তাঁরা। এমন সময় পুলিশ কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে আটক করে। আটকরা কোনো নাশকতার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাদের পরিবারের সদস্যরা।




Discussion about this post