কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ সেবনে শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় পল্লী চিকিৎসক ফার্মেসি মালিক রাজিবকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম রাজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যে ফার্মেসি থেকে নবাব ইউনানি সিরাপ কিনেছিলেন সেই ফার্মেসির মালিক রাজিবকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নবাব বিশ্বাস বলেন, আমি দুই মাস আগে আমার শরীর দুর্বল লাগলে আমি স্থানীয় রাজিবুলের ফার্মেসিতে যাই। তার পরামর্শে মেরি গোল্ড নামে একটি ইউনানি সিরাপ কিনি। তা সেবনের পর আমার মাথা ঘোরা বেড়ে যায়। আমি দুর্বলতা বেশি ভেবে সেই সিরাপ সেবন বন্ধ করে দিই। রবিবার রাতে শরীরটা দুর্বল লাগছিলো। তাই সেই সিরাপটা খেয়েছিলাম। আর মেয়েটা বায়না ধরলে তাকেও একটু দিই। পরে প্রতিবেশি নূর মহাম্মদও অবসাদ দূর করতে সেবন করেন একই সিরাপ। এই ওষুধ খেয়েই আমার নয় বছরের শিশুকন্যা শামীমা ও প্রতিবেশি নুর মহাম্মদ মারা গেলো।
প্রসঙ্গত, রবিবার রাতে কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ খেয়ে বহলবাড়ীয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নূর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯) মারা যায়। একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




Discussion about this post