নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেরুল বাড্ডায় জুলহাস মোল্লা (৩৭) নামে এক প্রাইভেটকার চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুলহাস সোলায়মান মোল্লার ছেলে। তারা বর্তমানে রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় ম-১০০ নম্বর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
নিহতের বোন শবমেহের জানান, রাত ১০টার দিকে ভাই-বোন মায়ের ওষুধ আনতে বাসা থেকে বের হন। এ সময় অজ্ঞাত দুই যুবক তার ভাইকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া।




Discussion about this post